শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন
নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় সেরা মৎসচাষী হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেছে গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান।
২৯ আগস্ট রবিবার জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে
শেরপুর জেলা মৎস অফিসার মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় জেলা প্রশাসকের রজনীগন্ধা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ তাকে উক্ত পুরস্কার প্রদান করেন।
নকলা উপজেলায় মোস্তাফিজুর রহমান,সদর উপজেলার হারুন অর রশিদ,শ্রীবর্দী উপজেলায় মো: ফরিদুজ্জামান,ঝিনাইগাতী উপজেলার আশরাফ উদ্দিন ও নালিতাবাড়ী উপজেলার মনজুরুল হক মাসুদসহ সর্বমোট ৫ জন মৎস সপ্তাহ উপলক্ষে সেরা পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান নকলা উপজেলা ৪নং গৌড়দ্বার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় ভাবেও বেশ জনপ্রিয় তরুণ।
তিনি নিজ বাড়ির আঙিনায় পুকুরে মাছ চাষ করে এখন বেশ স্বাবলম্বী। এছাড়া তার অনুপ্রেরণায় ঐ গ্রামের অনেকেই মাছ চাষ করে এখন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.