বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
নকলায় ইউপি নির্বাচনে অধিকাংশেই স্বতন্ত্র বিজয়ী

নকলায় ইউপি নির্বাচনে অধিকাংশেই স্বতন্ত্র বিজয়ী

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে অধিকাংশরাই হলেন স্বতন্ত্র প্রার্থী।
রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে ৪টিতে, আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ৫টি ইউনিয়নে।
বিজয়ীরা হলেন-
১ নং গনপদ্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. শামছুর রহমান (আবুল) নৌকা প্রতীক নিয়ে ৬,৮১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আমীর হামজা মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৫,৫৬৯ ভোট।
২নং নকলা  ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক ফারুক মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪,৩২৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন;
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকে মো. আনিসুর রহমান সোজা পেয়েছেন ৪,০৫৬ ভোট।
৩নং উরফা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ নুরে আলম (ভূট্টো) চশমা প্রতীকে ৬,২১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ রেজাউল হক হীরা নৌকা প্রতীকে পেয়েছেন ৬,০৮২ ভোট।
৪ নং গৌড়দ্বার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শওকত হোসেন খান (মুকুল) নৌকা প্রতীক নিয়ে ২,৫২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মোবারক হোসেন চশমা প্রতীকে পেয়েছেন ১,৯৯৫ ভোট।
৫নং বানেশ্বর্দী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মাজহারুল আনোয়ার (মহব্বত) আনারস প্রতীক নিয়ে ৪,৮১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার জাকির হোসেন (ফারুক) চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২,৬১০ ভোট। আর নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বেগম (রুমী) ২,১৩০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ ইউনিয়নে কোন কেন্দ্রেই নৌকা প্রতীকের প্রার্থী সর্বোচ্চ ভোট পায়নি!
৬নং পাঠাকাটা ইউনিয়নে মো. আব্দুস ছালাম নৌকা প্রতীক নিয়ে ৬,১৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মোবারক হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২,৭৯৯ ভোট।
৭নং টালকী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাফফর মহিউদ্দিন (বুলবুল) ঘোড়া প্রতীক নিয়ে ৫,৪৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে মো. ছায়েদুল হক পেয়েছেন ১,৭৩৪ ভোট। আর নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামান ১,২৭৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ ইউনিয়নেও কোন কেন্দ্রেই নৌকা প্রতীকের প্রার্থী সর্বোচ্চ ভোট পায়নি!
৮নং চর অষ্টধর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি নৌকা প্রতীক নিয়ে ৭,৮৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আনারস প্রতীকে ৪,৮২৪ ভোট পেয়েছেন।
৯ নং চন্দ্রকোনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান (গেন্দু) আনারস প্রতীক নিয়ে ৭,৮৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো. সাজু সাইদ ছিদ্দিকী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬,৪২৭ ভোট।
উল্লেখ্য, নির্বাচনের সকল কার্যক্রম নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব সদস্য (র‌্যাব-১৪), পুলিশ বিভাগ, পুরুষ ও মহিলা আনসার-ভিডিপি সদস্য, স্টাইকিং ফোর্স ও ব্যাটেলিয়ান, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্টসহ নির্বাচক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুধী মহলসহ সাধারণ ভোটারগন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com