ঢাকা September 14, 2024, 10:57 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নকলায় উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে সংযোগ তৈরি বিষয়ক কর্মশালা

Admin
October 25, 2021 4:43 pm | 425 Views
Link Copied!

নকলা (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় কৃষক নেতৃত্বাধীন সমিতির সাথে অগ্রাধিকার ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষের নীতিমালা সংক্রান্ত এক পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর (সোমবার) ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এবং আরডিএস এর বাস্তবায়নাধীন “ক্ষমতায়ন” প্রকল্পের উদ্যোগে “কৃষক নেতৃত্বাধীন সমিতির সাথে অগ্রাধিকার ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষদের নীতিমালা সংক্রান্ত পরামর্শ বিষয়ক কর্মশালা” উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

ক্ষমতায়ন প্রকল্পের জেলা সমন্বয়কারী কৃষিবিদ মোঃ মাহবুব হাসান এর সঞ্চালনায় উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ মহিউদ্দিন সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ক্ষমতায়ন প্রকল্পের পটভূমি ও ভূমিকা নিয়ে সার্বিক আলোচনা করেন আর.ডি.এস এর প্রোগ্রাম ম্যানেজার জনাব শামীম আজাদ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মুসা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আব্দুল আহাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অনিক রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, এবং কতিপয় ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্মশালায় নকলা উপজেলার ৪০টি কৃষিপণ্য উৎপাদক সমিতির ৪০ জন নেতৃবৃন্দ এবং উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের ১১ জন নেতৃবৃন্দসহ স্হানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।