বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন
নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলাধীন নকলা উপজেলায় সারা বিশ্বের সকল মুসলমানদের করোনা ভাইরাস (কোভিট-১৯) মহামারী থেকে পরিত্রাণ পেতে এবং করোনা নির্মূলে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশক্রমে সারাদেশের বিভিন্ন জেলা উপজেলার ন্যায় সোমবার (২৮ জুন) নকলা উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে পরিত্রানের আশায় করোনা নির্মূলে মসজিদ সহ কতিপয় উপাসনালয়ে বিশেষ দোয়া করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ আসরের নামাজের পর নকলা উপজেলাধীন কতিপয় মসজিদে দোয়া করেন সংশ্লিষ্ট মসজিদের খতিব ও ইমামসাহেবগন।
সরেজমিনে, উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহনিয়া জামে মসজিদে গিয়ে দেখা যায়,এ মসজিদের ইমাম মাওলানা আঃ বারেক মাহমুদ আসরের নামাজের পর সকল মুসল্লিদের নিয়ে কান্না জড়িত কণ্ঠে মহান আল্লাহর দরবারে বাংলাদেশ থেকে করোনা নির্মূলে বিশেষ দোয়া করছেন।
দোয়ার মাঝে ছোট-বড় সব বয়সী মুসল্লীগণ আমিন আমিন ধ্বনিতে পৃথিবীর সকল মুসলমানদের অদৃশ্য প্রাণঘাতী ভয়াল করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে হেফাজত ও সুরক্ষা দানের লক্ষ্যে মোনাজাতে দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.