শনিবার, ০৩ Jun ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
আব্দুল্লাহ আল-আমিন, নিজস্ব সংবাদদাতাঃ শেরপুরের নকলা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারের নির্দেশনা অমান্য করায় দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ মোতাবেক ৩টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত সর্বমোট ৭ মামলায় ১৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান পৌরসভার পাইস্কা এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বসা গরুর হাটের ইজারাদারকে ১৫ হাজার টাকা, অন্যএক ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ গনপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় বাজারে ৫ মামলায় এক হাজার ৩০০ টাকা এবং অন্য আরেক ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভোক্তা অধিকার) সালাউদ্দিন বিশ্বাস এক মামলায় ২ হাজার টাকা অর্থদন্ড করেন।
এসময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর ক্যাপ্টেন তৈমুর রহমানসহ সেনাবাহিনীর সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও নকলা থানায় কর্মরত পুলিশ সদস্যগন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান-কে নকলা শহরের বিভিন্ন গলিতে ও গরুর হাটের প্রবেশ পথে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ-কে গনপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় বাজারে নিজে মাইকের মাধ্যমে জনগনকে সচেতন করতে ও সকলকে মাস্ক পরিধান করতে নির্দেশক্রমে অনুরোধ জানাতে দেখা গেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.