বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন
নকলা (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনী সাইনবোর্ড ও কীটনাশক স্প্রে মেশিন বিতরন করা হয়েছে।
সোমবার (১৫নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে উপজেলার তালিকা ভুক্ত কৃষকদের মাঝে এসব কৃষি সামগ্রী হস্তান্তর করা হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, মাহামুদুল হক মুসা, তালিকাভুক্ত প্রান্তিক কৃষকগণ ও কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, উপজেলা ২২ জন সরিষার তেল উৎপাদনকারী কৃষকের একক প্রদর্শনী সাইনবোর্ড ও কীটনাশক দমনের জন্য ২২টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.