বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৪৩ পূর্বাহ্ন
আব্দুল্লাহ আল-আমিন, নকলা উপজেলা প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়নে কর্মরত ৪ জন মহিলা ও ৭৮ জন পুরুষ সহ মোট ৮২ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপ-পরিচালক (স্থানীয় সরকার) শেরপুর এ,টি,এম, জিয়াউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সাইকেল বিতরণ করেন।
উক্ত বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান,এখানে অন্যান্যদের মধ্যে
উপ- পরিচালক এটি.এম জিয়াউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন,সহকারী কমিশনার ভূমি কাওছার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রত্যেক ইউনিয়ন থেকে আগত গ্রাম পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে বাইসাইকেল গ্রহণ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.