সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতাঃ শেরপুরের নকলা পৌরশহরে লকডাউন কার্যক্রম পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোমিনুর রশিদ।
৫ জুলাই সোমবার বিকেলে ওই কার্যক্রম পরিদর্শনকালে পুলিশ সুপার হাসান নাহিদ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, জেলা ভোক্তা অধিকারের সহকারি কমিশনার সালাউদ্দিন বিশ্বাস, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন তৈমুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও সশস্র বাহিনীর সদস্যগণসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ওইসময় জেলা প্রশাসক করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন কার্যক্রম সঠিকভাবে বাস্তয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ প্রদান করে বলেন, করোনা মোকাবেলায় আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি লকডাউন চলাকালীন অযথা বাহিরে ঘুরাঘুরি হতে বিরত থাকতে হবে এবং প্রয়োজনে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.