বুধবার, ০৭ Jun ২০২৩, ০৭:২৬ অপরাহ্ন
নকলা (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো: মোস্তাফিজুর রহমান যোগদান করেছেন।
সোমবার (৪ই অক্টোবর) নকলা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তিনি যোগদান করেন।
এর আগে তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
মো: মোস্তাফিজুর রহমান বাংলাদেশ সরকারী
কর্ম কমিশনের (বাংলাদেশ সিভিল সার্ভিস) ৩১তম বিসিএস ক্যাডারে কর্মজীবন শুরু করেন। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য,প্রথম কার্যদিবসে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমানকে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানসহ উপজেলা পরিষদ,প্রশাসন,থানা,
বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও
সুধী সমাজ ফুলের শুভেচ্ছা জানানোর মাধ্যমে বরণ করে নেন।
নকলা উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার পাশাপাশি সরকারের উন্নয়ন মূলক কাজ করতে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,
নকলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবুসহ স্থানীয় কতিপয় সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.