বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
নকলায় নানা কর্মসূচিতে শেখ রাসেলের জন্মদিন পালিত

নকলায় নানা কর্মসূচিতে শেখ রাসেলের জন্মদিন পালিত

নকলা (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১৮ই অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার সারোয়ার আলম তালুকদার।

উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার আহমেদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ,উপজেলা নির্বাহী প্রকৌশলী আরেফিন পারভেজ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলা খাতুন,নকলা পৌরসভার সচিব মনিরুল ইসলামসহ,নকলা নকলা প্রেস ক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন,কার্যকরী সদস্য আব্দুর রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নকলা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে ২৩ জন প্রতিযোগিকে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com