বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
নকলা প্রতিনিধিঃ শেরপুরের নকলা উপজেলার পাইস্কা বাইপাস সড়কে প্রায় ২০ কেজি গাঁজাসহ আলমগীর (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।
জানা যায়,গাঁজার একটি বড় চালান নালিতাবাড়ি থেকে নেত্রকোনার দিকে যাচ্ছে
এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ই সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকেই তৎপর থাকে নকলা থানা পুলিশ।
অতপঃর রাত ৯ টা ১৫ মিনিটের সময় নকলা বাইপাসের লাভা গ্রামের ফাঁকা জায়গায় প্লাস্টিকের বস্তা মোড়ানো ১৯.৫ কেজি গাঁজাসহ আলমগীর নামক এক যুবক কে হাতেনাতে আটক করা হয় এবং অপর দুই সহযোগী পালিয়ে যায়।
আটক আলমগীর ও পলাতক কুলসুমা বেগমের (৪৮) বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মহেন্দ্রপুর গ্রামে।অপর পলাতক ব্যক্তি নকলা উপজেলার কুর্শা গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে কামাল ওরফে ফেন্সি কামাল (৪০)।
নকলা থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, ইতিমধ্যে আসামীদের বিরুদ্ধে মাদকের আইনে মামলা দেওয়া হয়েছে এবং পলাতকদের ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply
You must be logged in to post a comment.