শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন
তাসনিমুল হাসান নির্ভীক, বিশেষ প্রতিনিধি:শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ ৬নং পাঠাকাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মো.মকবুল হোসেন।
৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪.০০ টার সময় কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয় হল রুমে আনুষ্ঠানিকভাবে ওই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক মো.খলিলুর রহমান, প্রচার সম্পাদক মো.আব্দুর রশিদ সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা নবিউর রহমান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু শামীম মমতাজ, পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবুর রহমান বুলু।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্ন নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্র লীগের নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.এম.ফিরোজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন আব্দুল আওয়াল ফকির। তিনি গত ২৬ জুলাই ২০২১ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পাঠাকাটা ইউনিয়ন সাধারণ সম্পাদকের পদ শূন্য হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক মকবুল হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি যেন ন্যায় নিষ্ঠার সাথে ওই দায়িত্ব পালন করতে পারি সেজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
Leave a Reply
You must be logged in to post a comment.