শনিবার, ০৩ Jun ২০২৩, ০৪:২০ অপরাহ্ন
নকলা, (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনগণের পাশে প্রশাসনের ভূমিকা নিয়ে আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টা থেকে একটানা বিকেল ৩ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ,নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগন ও ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যানগন,স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির এই সভায় বক্তারা মাদক,ইভটিজিং,শহরের যানজট ও আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সমাজের মানুষ কে করোনা সহ উপজেলায় বিভিন্ন সামাজিক সমস্যার নিরসন নিয়ে দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.