শনিবার, ০৩ Jun ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন
নকলা (শেরপুর) প্রতিনিধি:‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় শেরপুরের নকলায় শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এরই অংশ হিসেবে সোমবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নকলা উপজেলা শাখার আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রচনা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা এবং প্রীতি ফুটবল ম্যাচ, জন্মদিনের কেক কাটাসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি আবু রায়হান, সাধারন সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক এবিএম শোয়েব আহম্মেদ, সদস্য তৌহিদুল ইসলাম তুহিন, নকলা প্রেসক্লাবের সভাপতি মো: মোশারফ হোসাইন, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ সংগঠনের অন্যান্যরা নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.