বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন
তাসনিমুল হাসান নির্ভীক, বিশেষ প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান নকলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা এবং উপস্থিত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন তথা নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক ও সন্ত্রাস নির্মুলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন,নকলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হযরত আলী, দৈনিক তথ্যধারা প্রতিনিধি হারুনুর রশিদ, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার শফিউজ্জামান রানা, বিজয় টিভি প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, চ্যানেল এস প্রতিনিধি শাহাজাদা স্বপন, দৈনিক আলোকিত বংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোশারফ হোসাইন, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু, এশিয়ান টিভি’র প্রতিনিধি খন্দকার জসীম উদ্দিন মিন্টু প্রমুখ।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সহসভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এ এম ফিরোজ, যুগ্ম সম্পাদক তাসনিমুল হাসান নির্ভীসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে নকলা প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.