রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
নকলায় সেরা রক্তদাতা হুমায়ুন ও রক্ত সংগ্রহকারী চমক-কে পুরস্কার প্রদান

নকলায় সেরা রক্তদাতা হুমায়ুন ও রক্ত সংগ্রহকারী চমক-কে পুরস্কার প্রদান

আব্দুল্লাহ আল-আমিন, নকলা, (শেরপুর) প্রতিনিধি: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শেরপুরের নকলায় সেরা রক্তদাতা ও রক্তসংগ্রহকারীকে পুরস্কৃত করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৪ ই জুন সোমবার দুপুর ১২ ঘটিকায় বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন নকলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের হুমায়ুন কবিরকে সেরা রক্তদাতা ও পৌর শহরের বাজারদী এলাকার রক্তের ফোঁটায় মানবতা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আলম চমককে সেরা রক্ত সংগ্রহকারী হিসেবে সম্মাননা হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন নকলা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন এর সভাপতিত্বে রক্তসৈনিক নকলা পৌরশাখার আহ্বায়ক রাশেদুল কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নকলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ নকলা উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন নকলা উপজেলার সিনিয়র সহসভাপতি মকিব হোসেন মামুন,সহ সভাপতি মোকছেদুল মমিন,সাধারণ সম্পাদক অরবিন্দ্র রায় অর্ণব, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হাসান, সাংগঠনিক সম্পাদক সজীব আহম্মেদ সোহান,জান্নাতুল ফেরদৌস ইমন ও আবু সাঈদ,ধর্ম বিষয়ক সম্পাদক রিফাত জামান শানিল, উপ দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক ইমাম হাসান সাব্বির,উপ প্রচার সম্পাদক মোকছেদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্খীগণ উপস্হিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদানের গুরুত্ব ও অপরিহার্যতা উল্লেখ পূর্বক সেচ্ছায় রক্তদানে উৎসাহিত করণের লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা শেষে তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com