নকলা (শেরপুর) প্রতিনিধি: “মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ পালন করা হয়েছে।
এ উপলক্ষে ১৩ অক্টোবর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল,
যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাচন কমিশন অফিসার তারেক আজিজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার এস এম সালেহ উদ্দিন ছাড়াও কতিপয় দপ্তরপ্রধান ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
