বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ছানোয়ার হোসেন ছানুকে জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা সংবর্ধনা জানিয়েছেন। গত ৯ মার্চ সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবনির্বাচিত মেয়র ছানোয়ার হোসেন ছানুকে ফুলেল শুভেচ্ছা জানান চিকিৎসকরা।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর চিকিৎসক শ্যামল কুমার সাহা, জামালপুর জেনারেল হাসপাতালের আরএমও চিকিৎসক ফেরদৌস হাসান, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক উত্তম কুমার, নার্স অ্যাসোশিয়েশনের সভাপতি রাশেদা খাতুন, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুল্লাহ, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি কিরণ, সাধারণ সম্পাদক আক্রাম আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে পৌরসভার নবনির্বাচিত মেয়র ছানোয়ার হোসেন ছানুকে ফুলেল শুভেচ্ছা জানান চিকিৎসকরা।
Leave a Reply
You must be logged in to post a comment.