বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:২৪ পূর্বাহ্ন
মোঃ সাইদুর রহমান সাদী ।।
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ ১২ ফেব্রুয়রি শনিবার সকালে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কেন্দুয়া ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা ইউপি সদস্য ও কেন্দুয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ মর্জিনা বেগম এর উদ্যোগে তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা ইউপি সদস্যের স্বামী সমাজসেবক মোঃ চান মিয়া, সন্তান মনজুরুল হাসান রবিন, মোছাঃ চামেলি বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে মোছাঃ মর্জিনা বেগম বলেন, শীতে হতদরিদ্র মানুষ কষ্ট ভোগ করছে, তাদের কথা চিন্তা করে আমার নিজস্ব অর্থায়নে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছি। আমি সকলের কাছে আমার ও আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করছি।
Leave a Reply
You must be logged in to post a comment.