মিজানুর রহমান, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান মঙ্গলবার (১৮ মে) ভোর ৬ টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই স্ত্রী, এক ছেল ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বিকেলে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন।
এসময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোবাইল ফোনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেরপুর- ২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরী। এছাড়াও নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, আব্দুল ওহাব, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, শিক্ষক নেছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, ইউনুস আলী দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।