শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৫ পূর্বাহ্ন
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে‘র সম্বৃদ্ধি প্রকল্পের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সোমবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে ‘‘দক্ষ যুব সম্বৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে জিও-এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে এক শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা সমাজসেবা অফিসার মো. সারোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর‘র এলাকা সমন্বয়কারী বাঁধন সাহা, এনজিও সমন্বয় পরিষদ এর সভাপতি শামীম কবির, ডিএসকে‘র প্রকল্প কর্মকতা রুপন কুমার সরকার, মোরশেদ আলম প্রমুখ। বক্তারা বলেন, যুবকরাই সমাজ গঠনের চালিকা শক্তি। সকল অশুভ নিয়মের জাল ছিন্ন করে সমাজ উন্নয়নে যুবকদের ভুমিকাই সর্বাধিক। যুবসমাজকে সঠিক পথ দেখিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.