বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:৩৩ পূর্বাহ্ন
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় তাসিয়া আক্তার নামের দেড় বছরের এক শিশু আহত হয়। বুধবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লতিফপুর গ্রামের কিতাব আলীর ছেলে আইবুল মিয়া (৪৮), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও তাদের মেয়ে পিংকি আক্তার (২২)।
Girl in a jacket
খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, বুধবার দুপুরে কিতাব আলী তার বাড়িতে নবনির্মিত একটি আধাপাকা ঘরের দেয়ালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। ২টার দিকে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখে তার স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার দৌড়ে তাকে ছাড়াতে গেলে তিন জনই বিদ্যুতায়িত হয়ে আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দাস তিন জনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.