তাসনিমুল হাসান নির্ভীক, বিশেষ প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা গ্রামের কৃতি সন্তান প্রকৌশলী জোবায়ের হোসেন। তিনি মরহুম আব্দুল হাকিমের সন্তান।
তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে
সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বি.এস.সি ডিগ্রী লাভ করেছেন।
তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে
নির্বাহী প্রকৌশলী হিসেবে বর্তমানে কর্মরত আছেন।
গত ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন
(১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, আমি আমার পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ।
প্রকৌশলী জোবায়ের হোসেনের এ নিয়োগে শেরপুর জেলা সহ নকলা উপজেলাবাসী আনন্দিত।