বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০২:১২ পূর্বাহ্ন
স.স.প্রতিদিন ডেস্ক ।।
শাকিব-বুবলীর নতুন সিনেমা ‘লিডার আমি বাংলাদেশ’ এর ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। গত (২১ মে) বিকাল ৪টায় ছবিটির ফার্স্টলুক প্রকাশিত হয়।
নির্মাতা বলেন, ২৫ মে থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। করোনার কারণে এতদিন আমরা শুটিং করতে পারিনি। না হলে এতোদিনে আমাদের কাজ শেষ হয়ে যেত। আমার পুরো টিম শুটিংয়ের জন্য প্রস্তুত। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।
‘লিডার আমি বাংলাদেশ’ সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া (আরটিভি)।
প্রযোজক আশিকুর রহমান জানান, সব প্রস্তুতি থাকার পরেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কথা থাকলেও গত ৭ মে থকে আমরা সিনেমাটির শুটিং করতে পারিনি। এবার সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হচ্ছে।
সিনেমাটির চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল। চলতি বছরের কোনো একটি বিশেষ দিবসে মুক্তি পেতে পারে সিনেমাটি।
Leave a Reply
You must be logged in to post a comment.