বুধবার, ০৭ Jun ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন
বুলবুল আহম্মেদ: ঐতিহ্যবাহী জি. কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ও শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল এর বাবা দ্বীজেন্দ চন্দ্র পাল আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের সময় শেরপুর জেলা সদর হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। দ্বীজেন্দ চন্দ্র পাল এর মৃত্যুকালে ৬ছেলে ১মেয়েসহ বহু গুণগাহী আত্মীয়স্বজন রেখে গেছেন। তার অন্ত্যোষ্টিক্রিয়া বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে শেরী মহাশ্মশানে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শেরপুর জেলা আ.লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রৌশন, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাংবাদিক ইউনিয়ন ও জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি মানিক দত্ত, রোটারিয়ান মলয় মোহন বল, জেলা শিক্ষক পরিষদ, কবি সংগঠন, রাজনৈতিক সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.