বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৫:১৮ পূর্বাহ্ন
স.স. প্রতিদিন ডেস্ক ।।
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। ভারতের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
আজ শুক্রবার আগরতলা ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ভারতের সঙ্গে স্থলসীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরা নিষেধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে, করোনা পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়, যার মেয়াদ শেষ হয় ৯ মে। এরপর দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়, যা আগামী ২৩ মে শেষ হওয়ার কথা ছিলো।
Leave a Reply
You must be logged in to post a comment.