শনিবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন
বকশীগঞ্জ প্রতিনিধি \
জামালপুরের বকশীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে সাধুরপাড়া ইউনিয়নের দাসের হাটে। বকশীগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার তুহিনুল হক জানান, দাসের হাটের হাসান মিয়ার বিকাশ ও কম্পিউটারের দোকান এর ভেতর থেকে আগুনের সূত্র হয়। ওই দোকান থেকে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কমীর্রা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন সার ও কীটিনাশক ব্যবসায়ী আমির হোসেন, ফার্মেসী মালিক মওলানা নুরুল ইসলাম নূরনবী, বিকাশ ও কম্পিউটার দোকান মালিক হাসান মিয়া ও মুদি দোকান মালিক আলম মিয়া। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.