বকশীগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো অধ্যুষিত পাহাড়ি এলাকায় অসহায়, দুস্থ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ২৪ এপ্রিল রোববার বেলা ১১ টায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক ব্যারিস্টার ছামির সাত্তারের ব্যক্তিগত তহবিল থেকে অত্র ইউনিয়নের ৫০ জন অসহায় ব্যক্তির মাঝে এক হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বালিঝুড়ি বাজারে নগদ অর্থ বিতরণকালে ব্যারিস্টার ছামির সাত্তারের পক্ষে জুয়েল মিয়া, ব্যবসায়ী খোকন আকন্দ, আবু জাইদ অপু, ছাইদুর রহমান , পৌর কাউন্সিলর কামরুজ্জামান সুজন, কাউন্সিলর মিজানুর রহমান মিজান, বাবুল মিয়া, এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.