বকশীগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১ জানুয়ারি বিকালে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক এ কে এম হামিদুল্লাহ, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আকরামুল হক, সদর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোফাজ্জল হক আলম, মেরুরচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, বগারচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আকতার হোসেন, বাট্টাজোড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সুরুজ্জামান নেদু, উপজেলা জাতীয় পার্টির শ্রম বিষয়ক সম্পাদক আবদুল কাদের পেট্রোলসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।