বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মোঃ শাকিল আহম্মেদ (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ (সিপিসি-১)।
গত ২৭ আগস্ট শুক্রবার বিকেলে র্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে জেলার বকশীগঞ্জ উপজেলার ঝুড়ারপাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শাকিল উপজেলার বাট্টাজোড় ঝুড়ারপাড় গ্রামের মীর কাশেম ম-লের ছেলে। তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৬ হাজার ৩০০ টাকা।
গত শুক্রবার রাত ১০টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ী শাকিল দীর্ঘদিন ধরে বিভিন্নস্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা-গাঁজাসহ তাকে আটক করা হয়।
এব্যাপারে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ জেলহাজতে প্রেরণের জন্য তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.