শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
বকশীগঞ্জ আ.লীগ সভাপতির বাসায় দূর্ধষ ডাকাতি

বকশীগঞ্জ আ.লীগ সভাপতির বাসায় দূর্ধষ ডাকাতি

বকশীগঞ্জ প্রতিনিধি \
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাসায় দূর্ধষ ডাকাতি হয়েছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের দিকে বকশীগঞ্জ পৌর শহরের নয়াপাড়ার বাসায় এই ঘটনা ঘটে। ডাকাতদল বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,স্বর্নালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বকশীগঞ্জ উপজেলা আ.লীগ সভাপতি শাহীনা বেগমের ছোট বোন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিউলী বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাত দল বাসার পিছনের গেটের তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। পরে পিছনের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। প্রথমে ডাকাত দল তার বৃদ্ধ মায়ের রুমে গিয়ে তার মাকে জিম্মি করে। মায়ের ডাক চিৎকারে অন্যরুম থেকে তারা তিন বোন ও কাজের মেয়ে মায়ের রুমে আসে। রুমে আসা মাত্রই ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাদের গলায় ও হাতে থাকা স্বর্নের গহনা লুট করে। ৬/৭ জন ডাকাত সদস্য ভয়ভীতি দেখিয়ে তাদের জিম্মি করে রাখে এবং অন্য ডাকাত সদস্যরা প্রতিটি রুমে ডুকে আলমারি,সোকেজ ও ড্রেসিন টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ প্রায় ২০ লাখ টাকা, ৩ টি মোবাইল ফোন ও আনুমানিক ১২০ ভরি স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায়। ওই বাসায় প্রায় ঘন্টাব্যাপী লুটপাট চালায় ডাকাত দল। ডাকাতরা চলে যাওয়ার পর বাসার লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন আসে। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শাহীনা বেগম জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের জন্য আমি ঢাকায় ছিলাম। গভীর রাতে ডাকাত দল আমার মা বোনদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালঙ্কার লুট করে নিয়ে গেছে। বকশীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। ঢাকা থেকে বাড়িতে ফিরছি। বাড়ি ফিরে আইনগত ব্যবস্থা নিবো। বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মোখলেছুর রহমান জানান, রাতে টহল ডিউটির দায়িত্ব পালন কালে ওসি তাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়েই সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত নয়াপাড়ায় পৌছাঁন তিনি। পুলিশ যাওয়ার আগেই ডাকাত দল পালিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বক্তব্য না দিয়ে সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করেন। একপর্যায়ে সাংবাদিকদের থানা বের হয়ে যেতে বলেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com