স.স.প্রতিদিন ডেস্ক ।।
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা আহত ও ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ার ম্যান মেহেদী হাসান (২৩)। আর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ফায়ারম্যান আতিকুর রহমান রাজন (২৫) ও রবিউল ইসলাম অন্তর (২৫)। এছাড়া দোকান কর্মচারী শাহিন (৪৫) ও নিলয় (২৩)।
লালবাগ ফায়ার স্টেশনের ইন্সপেক্টর অর্জুন বারৈ জানান, এনেক্স টাওয়ারের ৪ তলায় ঢুকেছিলেন মেহেদী। তবে ধোয়ায় সেখানে আটকে পড়েন। পরে অন্য পাশ দিয়ে তালা কেটে তাকে বের করা হয়। এর মধ্যেই ধোয়ায় অসুস্থ্য হয়ে পড়েন তিনি।
এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিসের দুই জন কর্মী ও দুই দোকান কর্মচারীকে ঢাকা মেডিবেলে নিয়ে আসা হয়েছে। তাদের শরীরে আঘাত রয়েছে।