নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ইং সালের ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের নবীন বরণ ও ২০২২ইং সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা একাডেমী পরিদর্শক শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শেখ ফজলুল করিম, মঞ্জুরুল ইসলাম, রুকনুজ্জামান, ফরিদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুমনুল করিম, সহযোগিতায় ছিলেন অফিস সহকারী রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে সাবির্ক তত্ত¡াবধানে ছিলেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।