শাওন মোল্লা, জামালপুর সদর প্রতিনিধি: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠণ করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে শাহাবুল আকন্দ এবং সাধারণ সম্পাদক পদে রুকনুজ্জামান রুকন নির্বাচিত হয়েছেন। উপস্থিত ৩১ সদস্য বিশিষ্ট সদস্যগণের সর্বসম্মতিক্রমে এই কমিটির ঘোষণা করা হয়।
শুক্রবার জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমিটি গঠনের পর নতুন কমিটির নেতৃবৃন্দের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
এসময় বক্তারা বলেন, উপস্থিত জামালপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সদস্যগণই প্রকৃত ফটো জার্নালিস্ট। জামালপুর প্রেসক্লাব সব সময় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার পাশে থেকে সহযোগীতার আশ্বাস দেন।
এছাড়াও, নতুন কমিটির সমৃদ্ধি ও অগ্রযাত্রায় শুভকামনা ব্যতয় করে বক্তব্য রাখেন অতিথিরা। তারা আরও বলেন, ফটো সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে বলেই সমাজে পরিবর্তন আসছে। প্রতিটি ছবিই সমাজ পরিবর্তনের হাতিয়ার। তাই ফটো সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন এখন সময়ের দাবি।