বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোভেল করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছে সাধারন মানুষ। এসময় বিত্তবানদের খুব একটা সমস্যা না হলেও সংসার চালাতে বেগ পেতে হচ্ছে শ্রমিকসহ সাধারন মানুষদের। কিস্তির বিড়ম্বনা না থাকলেও পরিবারের দৈনন্দিন মৌলিক চাহিদাগুলো মেটাতে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে এসকল মানুষদেরকে।
দেশের এরুপ পরিস্থিতিতে বিএনপির ভাইচ চেয়ারম্যন তারেক জিয়ার নির্দেশনায় শনিবার সকালে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নিজস্ব অর্থায়নে বাগেরহাট পৌরসভার ১ ও ৪ নং ওয়ার্ডে পাঁচ শতাধিক হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য-প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা পেয়ে খুুশি সাধারন মানুষ।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, মৎসজীবী দলের জেলা আহবায়ক এ্যাডভোকেট শহিদুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম ভূ’ইয়া, গোলাম মোস্তফা, কাজী সেলিম প্রমুখ। এম এ সালাম বলেন, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.