রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন
হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ দেশটির সংসদে নতুন মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন। আগামী আরো সাত বছর তিনি ক্ষমতায় থাকবেন।
দেশটির আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বাশার আসাদ শনিবার (১৭ জুলাই) সংসদে উপস্থিত হলে সবাই তাকে স্বাগত জানান। এরপর তিনি সংবিধান মেনে সবার সামনে নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের রাজনীতিবিদ, আলেম, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিল্পী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শপথ শেষে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, যেসব জাতি স্বাধীনতা ও মুক্তির পথ বেছে নিয়েছে তারা কখনো নিজেদের অধিকার রক্ষার সংগ্রামে ক্লান্ত হয় না। অনেকেই সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল। কিন্তু জনগণ ঐক্যবন্ধ থেকে শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে বাশার আসাদ ৯৫ শতাংশ ভোট পেয়ে আবারো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.