শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল
বাস ট্রাকের সংঘর্ষে যাত্রীর হাত বিচ্ছিন্ন

বাস ট্রাকের সংঘর্ষে যাত্রীর হাত বিচ্ছিন্ন

নকলা (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলা ও ফুলপুর উপজেলার শেষ সীমানায় বাশাটি নামক স্থানে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে মুর্শেদ নামে একজনের হাত বিচ্ছিন্ন ও অন্তত ৪ জন এ সময় গুরুত্বর আহত হয়েছে।

বৃহস্পতিবার ৭ অক্টোবর রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে ফুলপুর উপজেলার বাশাটি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মুর্শেদ আলম (৩৫) নামে ব্যক্তির ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত মুর্শেদ শেরপুর শহরের চকপাঠক মহল্লার আঃ মতিনের ছেলে। তিনি ২০১৪ সাল থেকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাণী সম্পদ বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

এছাড়া আরো ৪ ব্যক্তি গুরুতর আহত হয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন এবং ডান হাত বিচ্ছিন্ন হওয়া মুর্শেদ আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের পক্ষ থেকে তার ভাইরা ভাই জসিম বলেন, আহত মুর্শেদ আলম শেরপুর থেকে বাসে ময়মনসিংহ যাওয়ার পথে তার হাত জানালা দিয়ে বাহিরে থাকায় বাস,ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান জানান, বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আদিল পরিবহন নামে ঢাকা টু ঝিনাইগাতী রোডে চলাচলকারী বাসটিকে আটক করে নকলা থানায় আনা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com