বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০২:১৮ পূর্বাহ্ন
এস.এম জামাল উদ্দিন শামীমঃ তথ্য অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে সাংবাদিকতায় লীডারশীপ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের মাঝে নেতৃত্ব তৈরীর উদ্দেশ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ সাংবাদিকতায় লীডারশীপ ট্টেনিংয়ের আয়োজন করে। এতে বিএমএসএফ’র বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ছাড়াও নেতৃত্বদানে আগ্রহী ৩০০ জন সাংবাদিক এতে অংশ নেন।
প্রশিক্ষণে অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: মিঠুন মিয়া,সাইবারক্রাইম এ্যাওয়ারনেস ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মুস্তাফিজ,মিডিয়া মিক্স কমিউনিকেশন্সের সিইও আব্দুল্লাহ হাসান, সমন্বিত উন্নয়ন কর্মসূচি, ব্র্যাকের ম্যানেজার খালেদা আক্তার লাবনী, বিএমএসএফ’র আইটি বিভাগের সম্পাদক তাওহীদ, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক আবুল হাসান বেলাল।
প্রশিক্ষণে কেন্দ্রীয় যুগ্ম-সম্পদক মোশারফ হোসেন নীলু, সহ-সম্পাদক সোহাগ আরেফীন, মিজানুর রশীদ মিজান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, এনামুল কবির সোহেল, এমএ আকরাম, অর্থ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা মিতু, উপ-প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, কেন্দ্রীয় সদস্য মো: কামরুজ্জামান, মো: শিবলী সাদিক খান প্রমূখ।
বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে প্রশিক্ষণটি যথেষ্ট কার্যকর ভুমিকা রাখবে।
প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে আগামি ১ ডিসেম্বর বান্দরবানে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রানুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হবে বলে আয়োজক সংস্থা থেকে বলা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.