শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
১নং কেন্দুয়া ইউনিয়নের সফল জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল মাদারগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু  ১নং কেন্দুয়া ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত প্রচারে ব্যস্ত আ.লীগের প্রার্থীরা কৌশলী অবস্থানে বিএনপি মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করলেন মির্জা আজম এমপি  মাদারগঞ্জ ঝাড়কাটা বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ মাদারগঞ্জে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:বিভাগ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ইংরেজি বিভাগ কে ১—০ গোলে হারিয়ে আইন বিভাগ চ্যাম্পিয়ন মাদারগঞ্জে ভূমি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল

বিজ্ঞাপন নিয়ে কথিত বিভ্রাট নিরসন জরুরি!

॥ মোঃ রাশেদুর রহমান রাসেল ॥
ইদানিং একটি বিষয় অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, বিজ্ঞাপন সংগ্রহে গিয়ে সরকারি মিডিয়া ডিএফপির তালিকাভূক্ত আর তালিকা বহির্ভূত দৈনিক পত্রিকা নিয়ে একটি অহেতুক বিতর্ক সৃষ্টির পাঁয়তারা করে থাকেন অনেকেই। বিশেষ করে বিজ্ঞাপন সংগ্রহের জন্য চটকদার সব বাহারি কথার পাশাপাশি অনেকেই অতি উৎসাহী হয়ে বলে থাকেন এই বিজ্ঞপ্তি সরকারি মিডিয়া ডিএফপির তালিকাভূক্ত দৈনিক পত্রিকায় না দিলে গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদিও তিনি এটা বলে থাকেন তার পত্রিকায় বিজ্ঞাপন প্রাপ্তির উদ্দেশ্যে কিন্তু সেইসাথে তিনি একটি মিথ্যা বক্তব্যকে প্রতিষ্ঠিত করে যান নিজের অজান্তেই। কেননা এই কথার বিপরীতে কোন প্রামাণ্য দলিল তিনি দিতে পারবেন না। সরকারি পরিপত্রের কোথাও বিষয়টি এভাবে বলা নেই। যা বলা হয়েছে তা হলো বহুল প্রচারিত জাতীয় ও স্থানীয় দুটি দৈনিক পত্রিকায় একই তারিখে বিজ্ঞাপনটি প্রকাশিত হতে হবে। যাতে করে বেশিসংখ্যক পাঠকের নজরে আসে। আর সরকারি মিডিয়া ডিএফপির তালিকাভূিক্তর অন্যতম শর্তও হচ্ছে বহুল প্রচারণা। এই বহুল প্রচারণা নিয়েই ঘটে কিন্তু বহুল তেলেসমাতি! তাই প্রকারান্তরে একজনকে পিছনে ফেলতে বা নিজের স্বার্থ হাসিল করতে আমরা অনেকেই নিজের অলক্ষ্যে অবলীলায় নিজের সরকারি মিডিয়া ডিএফপির তালিকাভূক্ত অথচ স্বল্পসংখ্যক সার্কুলেটেড পত্রিকাকেই প্রশ্নবিদ্ধ করছি। বহুল প্রচারিত হওয়ার শর্তে নিজের অস্তিত্ব না থাকলেও ডাহা মিথ্যা বলে বিজ্ঞাপন হাতিয়ে নেওয়ার মানসিকতা পরিহার করা আমাদের সকলেরই জরুরি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com