নিজস্ব প্রতিবেদক ।।
প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেছেন। গত ২ ডিসেম্বর সকালে পৌরসভা কার্যালয়ের সামনে মেয়র মির্জা মনি পথচারী, গাড়িচালক ও যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে পথচারী, অটোরিকশা ও যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় মেয়র মির্জা মনি, যাত্রী ও সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দিয়ে তাদের নিয়মিত মাস্কপরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি আরো বলেন, করোনা থেকে রক্ষা পেতে হলে আমাদের মাস্কপরা ছাড়া কোন উপায় নাই।
এছাড়া পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ১৮৫টি মসজিদে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ ও প্যানেল মেয়র (২) রাজিব সিংহ সাহাসহ স্থানীয় প্রতিনিধিরা।
