সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
বিনোদনের একটা অংশ ওয়েবের দখলে -মিলন

বিনোদনের একটা অংশ ওয়েবের দখলে -মিলন

স.স.প্রতিদিন ডেস্ক ।।

দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। বছরজুড়েই দুই মাধ্যমে নিয়মিত কাজ করছেন। এরমধ্যে ওটিটি প্ল্যাটফরমেও যুক্ত হয়েছেন তিনি। তবে এই মাসে টিভি নাটকে বেশি ব্যস্ত থাকবেন বলে জানান। ‘গোলমাল’ ও ‘টুইন ভিলেজ’সহ কয়েকটি ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন মিলন। এখন ব্যস্ততা কেমন? মিলন বলেন, লকডাউনের পর আমি একটু দেরিতে শুটিংয়ে ফিরেছি। এখন তো কোনো উৎসব নেই। তাই আপাতত টিভি ধারাবাহিকেই ব্যস্ত থাকতে হবে।

এছাড়া সিনেমা ও ওটিটির কাজও করছি। বিনোদনের নতুন মাধ্যম ওটিটিতে মিলন বেশ প্রশংসিত। বিশেষ করে তার অভিনীত ‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজ দর্শকের বেশ প্রশংসা কুড়ায়। এখন তার হাতে আছে ‘মাফিয়া’ শিরোনামের একটি ওয়েব সিরিজ। এর মধ্য দিয়ে তিনি সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন বলে জানান। ওটিটির ভবিষ্যত কেমন মনে হচ্ছে? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সারা বিশ্বে এখন ওটিটি জনপ্রিয়। বিনোদনের একটা অংশ ওয়েবের দখলে। ওয়েবের দর্শকদের রুচিও অন্যরকম। এখানে তারকার চেয়ে গল্পকেই সবাই প্রাধান্য দিচ্ছে। এখানে টিকতে হলে কনটেন্ট শক্তিশালি হতে হবে। এদিকে এই অভিনেতা ব্যস্ত আছেন হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটি নিয়ে। সরকারি অনুদানে এই ছবিটি নির্মাণ হচ্ছে। চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। মিলন বলেন, আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো না এটি সবাই জানেন। যে যাই বলুক, এর মোড় ঘুরানোর জন্য সবার প্রচেষ্টার বিকল্প আর কিছু নেই। আর সিনেমা মুক্তি এখন শুধু সিনেমা হলে সীমাবদ্ধ রাখলে চলবে না। অভিনয়ের বাইরে মিলন পরিচালনাও করেন। তার পরিচালিত বেশ কিছু নাটক দর্শকের মধ্যে সাড়া ফেলে। এরইমধ্যে চলচ্চিত্র নির্মানের ঘোষনা দিয়েছেন। চলতি বছরেই এটি নির্মাণ করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এখন সেটি থেকে পিছিয়ে এসেছেন । কিন্তু কেন? উত্তরে তিনি বলেন, আমার প্রথম সিনেমার নাম ‘লাল বাকসো’। চলতি বছরে এটি নির্মানের পরিকল্পনা ছিল। তবে হাতে বেশ কিছু নতুন কাজ যোগ হয়েছে। এগুলো শেষ করতে এই বছর লেগে যাবে। তাই আগামী বছরের শুরুর দিকে ছবির কাজ শুরু করবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com