বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৫:২০ পূর্বাহ্ন
মোঃ সাইদুর রহমান সাদী।।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সদস্যের সাথে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুলাই শুক্রবার সন্ধ্যায় জামালপুর পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, জামালপুর জেলা শাখার সভাপতি শাহাবুল আকন্দের সভাপতিত্বে
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এহসান আলী, কার্যকরী সদস্য শেখ ফরিদ, নাঈম আলমগীর, আশরাফুর রহমান রাহাত প্রমূখ।
এ সময় জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও তিনি সরকারের উন্নয়ন, অগ্রগতি ও অর্জনসমূহ তাদের ফটো ও ফুটেজের মাধ্যমে দেশ ও জাতিকে অবহিত করার পরামর্শ দেন।
Leave a Reply
You must be logged in to post a comment.