বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন
মোঃ সাইদুর রহমান সাদী ।।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাসহ সার্বিক উন্নয়ন কল্পে ঢাকাস্থ অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, ভাটারা ও এর পার্শ্ববর্তী এলাকার শিক্ষানুরাগী এবং শুভাকাঙ্খিদের সুচিন্তিত পরামর্শের জন্য গত ১ ফেব্রুয়ারি ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় মেহেদী মার্টে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিংবডি সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক (দুলাল)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের যুগ্ম সচিব শাহনাজ সামাদ, কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার তারিকুল হাসান হেলাল, ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.