বুধবার, ০৭ Jun ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন
স.স.প্রতিদিন ডেস্ক ।।
ভাস্কর্য নিয়ে যারাই ধৃষ্টতা করবে, তাদেরকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভাস্কর্য ভাঙ্গার মতো ঘটনা রাষ্ট্রদ্রোহের সামিল। আজ সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। ভাস্কর্য নিয়ে একটি মহল রাজনীতি করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই ধৃষ্টতা যারাই করবে তাদেরকে চরম মূল্য দিতে হবে। কারও হুকুমে ভাস্কর্য ভাঙা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে উসকানি দিচ্ছে। এখন তারা হেফাজতের আন্দোলনের ওপর ভর করেছে কিনা তা খতিয়ে দেখা হবে।’ হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের কোন সমঝোতা হয়নি জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ধোলাইপাড়ে ভাস্কর্য নির্মাণ হবে। এ সময় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ইস্যুটি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
Leave a Reply
You must be logged in to post a comment.