শনিবার, ০৩ Jun ২০২৩, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম
মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন্দুয়া কালিবাড়ীতে লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কুটামনি মধ্যপাড়া বানু হাজীবাড়ী ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠিত জামালপুরে কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  জামালপুর সদরের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় একটি সড়ক পূরণ করলো লাখো মানুষের স্বপ্ন “এসিআই সীড”  কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে জামালপুর দরিদ্র বর্গাচাষীর ধান কাটলো স্বেচ্ছাসেবক লীগ জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত জামালপুরে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
ভয়ঙ্কর রাজা মাস্তান মোশাররফ করিম

ভয়ঙ্কর রাজা মাস্তান মোশাররফ করিম

স.স.প্রতিদিন ডেস্ক ।।

লুঙ্গি-শার্ট পরা সাদামাটা যুবক। দেখলে এমনটাই মনে হয়। কিন্তু এলাকায় তিনি ত্রাস। সবসময় হাতে ধরা থাকে পিস্তল। যেখানে যান সেখানেই সব ফাঁকা হয়ে যায়। তার নাম শুনেই ভয়ে কেঁপে উঠে এলাকার মানুষ। এমনই এক ভয়ঙ্কর মাস্তান চরিত্রে এবার অভিনয় করলেন দেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘রাজা মাস্তান’ নামের নাটকটিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

মাসুদ আল জাবেরের চিত্রনাট্যে নাটকটি তিনিই পরিচালনা করেছেন। এখানে মোশাররফের বিপরীতে দেখা যাবে নাদিয়াকে।

পরিচালক নাটকটি নিয়ে বলেন, ‘এখন একটা প্যাটার্নের কাজের ট্রেন্ড চলছে আমাদের শোবিজে। চেষ্টা করেছি সেই আমেজ থেকে দর্শককে একটু ভিন্ন দিকে নিয়ে যেতে। সেজন্যই থ্রিলার গল্প বেছে নিয়েছি আমার ফিকশনটির জন্য।

গুণী অভিনেতা মোশাররফ করিমও সচরাচর এ ধরনের চরিত্রে কাজ করেন না। আশা করছি তার ভক্তরা উপভোগ করবেন রাজা মাস্তানকে। চমৎকার অভিনয় করেছেন তিনি নাটকটিতে।’

তিনি জানান, ফাহিম ইসলাম নিবেদিত এ নাটকটি প্রচারে আসবে ২৭ ফেব্রুয়ারি। মাছরাঙা টেলিভিশনে ‘রাজা মাস্তান’ দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com