শনিবার, ০৩ Jun ২০২৩, ০৪:২২ অপরাহ্ন
স.স.প্রতিদিন ডেস্ক ।।
লুঙ্গি-শার্ট পরা সাদামাটা যুবক। দেখলে এমনটাই মনে হয়। কিন্তু এলাকায় তিনি ত্রাস। সবসময় হাতে ধরা থাকে পিস্তল। যেখানে যান সেখানেই সব ফাঁকা হয়ে যায়। তার নাম শুনেই ভয়ে কেঁপে উঠে এলাকার মানুষ। এমনই এক ভয়ঙ্কর মাস্তান চরিত্রে এবার অভিনয় করলেন দেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘রাজা মাস্তান’ নামের নাটকটিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।
মাসুদ আল জাবেরের চিত্রনাট্যে নাটকটি তিনিই পরিচালনা করেছেন। এখানে মোশাররফের বিপরীতে দেখা যাবে নাদিয়াকে।
পরিচালক নাটকটি নিয়ে বলেন, ‘এখন একটা প্যাটার্নের কাজের ট্রেন্ড চলছে আমাদের শোবিজে। চেষ্টা করেছি সেই আমেজ থেকে দর্শককে একটু ভিন্ন দিকে নিয়ে যেতে। সেজন্যই থ্রিলার গল্প বেছে নিয়েছি আমার ফিকশনটির জন্য।
গুণী অভিনেতা মোশাররফ করিমও সচরাচর এ ধরনের চরিত্রে কাজ করেন না। আশা করছি তার ভক্তরা উপভোগ করবেন রাজা মাস্তানকে। চমৎকার অভিনয় করেছেন তিনি নাটকটিতে।’
তিনি জানান, ফাহিম ইসলাম নিবেদিত এ নাটকটি প্রচারে আসবে ২৭ ফেব্রুয়ারি। মাছরাঙা টেলিভিশনে ‘রাজা মাস্তান’ দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে।
Leave a Reply
You must be logged in to post a comment.