আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকালে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মধুপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। এসময় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসেন, উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ। কর্মসুচীতে তথ্য বিষয়ে বক্তব্য রাখেন তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন। এসময় উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাগন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন, গনমাধ্যম প্রতিনিধি, এনজিও প্রতিনিধিগন সহ ১১টি ইউনিয়নের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.