মাদারগঞ্জ প্রতিনিধি ।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নের উদ্ভাবনে, এই স্লোগান কে সামনে রেখে, জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়নে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। উপজেলা খরকা হল রুমে মেলা উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভূমি কমিশনার আমেনা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার আবু বক্কর সিদ্দিক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু প্রমুখ।মেলায় ৭টি ইউনিয়ন, একটি পৌরসভার ও উপজেলা প্রকৌশলী এবং জনস্বাস্থ্য প্রকৌশল মোট ১০ টি স্টল রয়েছে। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ মেলায় স্টল পরিদর্শন করেন।
