রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম
কবিতা : জুতোবদন । কবি : মো: জাকির হোসেন অপু কবিতা : বারবনিতা লেন । কবি : মো: জাকির হোসেন অপু অবশেষে জামালপুর থেকে ছাড়বে ‘বিজয় এক্সপ্রেস’ একনজরে আওয়ামী লীগের ২৯৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ! নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিন পত্রিকার কর্মকর্তা—কর্মচারীদের জন্য বাংলালিংক কর্পোরেট সিমের চুক্তি সম্পন্ন জামালপুর প্রেসক্লাবের হেভিওয়েট ৬ সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ১০ নভেম্বর মরহুম সিরাজুল ইসলাম খান (ছোট মাষ্টার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট — ২০২৩ সিজন—২ এর ফাইনাল খেলা
মাধ্যমিকে অ্যাসাইনমেন্ট আবার শুরু

মাধ্যমিকে অ্যাসাইনমেন্ট আবার শুরু

স.স.প্রতিদিন ডেস্ক ।।

স্থগিত থাকা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের শুরুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সারা দেশে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে গত ৩০ জুন অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে ফের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করার নির্দেশনা জারি করেছে শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় শিক্ষা অধিদপ্তর বলছে, করোনা অতিমারির কারণে সরকার কর্তৃক প্রদত্ত কঠোর বিধিনিষেধের কারণে গত ৩০ জুন জারি করা চিঠির মাধ্যমে স্থগিত করা চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম এতদ্দ্বারা প্রত্যাহার করা হলো। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যথানিয়মে চালু থাকবে। এ ক্ষেত্রে কোনোক্রমেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করা যাবে।

স্বাস্থ্যবিধি যথাযথ পালন করে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সব উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সব প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply




© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY SheraWeb.Com