বুধবার, ০৭ Jun ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মানুষের খাবারের রুচির শেষ নেই। প্রত্যেকেই চাই খাবারের তালিকায় রুচিশীল খাবার থাকুক। সুস্বাস্থ্যের জন্য মানসম্মত খাবারের একান্ত প্রয়োজন। আর সেই চিন্তা ভাবনা করেই শেরপুর শহরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে তপন’স কিচেন এন্ড ফাস্ট ফুড, মিনি চাইনিজ।
এটি শহরের নিউমার্কেট প্রথম গেটের পৌর শপিং কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত। এখানে উন্নতমানের ফাস্টফুড ও চাইনিজ খাবার পরিবেশন করা হয়।
এখানে যেকোনো ধরনের মানসম্মত খাবার অনলাইনে অর্ডার করার সুযোগ রয়েছে। ফুডপান্ডা অ্যাপের মাধ্যমে বাসায় বসেই পছন্দমতো খাবারের তালিকা দেখে অর্ডার দেওয়া যায়। অনলাইন মাধ্যম ‘ফুডপান্ডা’ তে অর্ডার করলেই কিছুক্ষণের মধ্যেই কর্মরত অনলাইন কর্মীরা নিষ্ঠার সাথে খাবার বাসায় পৌঁছে দিচ্ছে।
তপন’স কিচেন এন্ড ফাস্ট ফুড এর স্বত্বাধিকারী তপন সেন জানান, আমার প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানসম্মত খাবার পরিবেশন করা। তাই এখানে যারা প্রথম আসেন তারা আমার পার্মানেন্ট কাস্টমার হয়ে যায়।
Leave a Reply
You must be logged in to post a comment.