ঢাকা April 19, 2024, 1:16 pm
  1. Arts & EntertainmentCelebrities
  2. blog
  3. অন্যান্য
  4. অপরাধ
  5. আইন – আদালত
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. উপ-সম্পাদকীয়
  9. কবিতা
  10. কৃষি
  11. কৃষি ও কৃষক
  12. কৌতুক
  13. খেলা ধূলা
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহের কাপাসহাটিয়ায় মসজিদের রাস্তা বেদখলকারী কর্তৃক প্রতিবাদী মুসুল্লীকে গলা কেটে হত্যার অপচেষ্টা ॥ থানায় মামলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥
জেলার মেলান্দহের ১০নং ঝাউগড়া ইউনিয়নের দক্ষিণ কাপাসহাটিয়া জামে মসজিদের রাস্তা বেদখলকারী কাপাসহাটিয়া গ্রামের জনৈক মৃত লোকমান আলীর ছেলে ভূমিদস্যু শাহ্ আলম কর্তৃক প্রতিবাদী মুসুল্লী একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মকবুল হোসেনকে গলাকেটে হত্যার অপচেষ্টা ও তার সহোদর ভাই মোঃ তারা মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদিকে জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মকবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। এ বিষয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ মে শুক্রবার জুম্মার নামাজের পর।
জানা যায়, মেলান্দহ উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের দক্ষিণ কাপাসহাটিয়া জামে মসজিদের রাস্তাটি দীর্ঘদিন ধরে একই এলাকার জনৈক মৃত লোকমান আলীর ছেলে ভূমিদস্যু শাহ্ আলম বেদখল করে রাখে। এ বিষয়ে একাধিকবার গ্রাম্য শালীস বসলেও ভূমিদস্যু শাহ্ আলম সে বিষয়ে কোন ভ্রুক্ষেপ না করায় বরাবরের মত গত ২৮ মে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে এ বিষয়ে গ্রামের মুসুল্লী ও মাতব্বরগণ ভূমিদস্যু শাহ্ আলমকে বিষয়টির সুরাহা করার জন্য বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় তার সাথে মকবুলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ভূমিদস্যু শাহ্ আলম মসজিদ থেকে বের হয়ে আসে এবং বিকাল ৩টার দিকে মকবুল মসজিদ থেকে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে ভূমিদস্যু শাহ্ আলমের বসতবাড়ীর সামনের পাকারাস্তায় পৌঁছামাত্রই ভূমিদস্যু শাহ্ আলমসহ তার দুই ছেলে মোঃ আলতাফুর রহমান (৩২) ও মোঃ রাজা মিয়া (২৮), ভূমিদস্যু শাহ্ আলমের সহোদর ভাই মোঃ এলফান আলী (৪৫) ও তার ছেলে মোঃ বিপ্লব ওরফে লাল মিয়া (২০), ভূমিদস্যু শাহ্ আলমের আরেক সহোদর ভাই মোঃ সুলতান (৫০) ও তার ছেলে শামীম (১৯), ভূমিদস্যু শাহ্ আলমের আরেক সহোদর ভাই মোঃ ইকবাল (৪৩) ও তার ছেলে মুনসুর আলী (১৯) ছাড়াও অজ্ঞাত আরও ৫/৬ জন দেশীয় ধারালো অস্ত্র বাগিদা, লাঠি, লোহার রড ও ফালা নিয়ে মকবুলের পথরোধ করে দাঁড়ায় এসময় কাপাসহাটিয়া গ্রামের জনৈক মৃত লোকমান আলীর ছেলে মোঃ এলফানের হুকুমে তার সহোদর ভাই ভূমিদস্যু শাহ্ আলম মকবুলের গলা লক্ষ্য করে বাগিদা দিয়ে কোপ দিলে মকবুল গলা সরিয়ে নিলে কোপটি তার থুতনিতে লেগে মারাত্মক কাটা জখম হয়। এসময় ভূমিদস্যু শাহ্ আলমের ছেলে মোঃ আলতাফুর রহমান মকবুলের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে মকবুলের মাথায়ও মারাত্মক কাটা জখম হয় এবং মকবুল মাটিতে লুটিয়ে পড়ে। এসময় অন্যান্যরা তাকে এলোপাথারী পিটাতে থাকলে তার ডাক-চিৎকারে মকবুলের সহোদর ভাই মোঃ তারা মিয়া এগিয়ে এলে ভূমিদস্যু শাহ্ আলমের আরেক সহোদর ভাই মোঃ সুলতান তারা মিয়ার মাথা লক্ষ্য করে তার হাতে থাকা বাগিদা দিয়ে কোপ দিলে তারা মিয়া তার দুই হাত দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করলে কোপটি তার ডান হাতের আঙ্গুলে লেগে গুরুতর কাটা জখম হয়। এসময় সংবাদ পেয়ে শতশত এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এবিষয়ে শুক্রবার রাতেই মেলান্দহ থানায় একটি এজাহার দায়ের করে মকবুলের ছেলে মোঃ ওয়াসিম আকরাম। এদিকে এজাহারটির সত্যতা সাপেক্ষে মেলান্দহ থানায় একটি মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। মামলা নং-২৪, তাং-২৮/৫/২০২১। এ ঘটনায় গতকাল শনিবার বিকালে মামলার ৩নং আসামী মোঃ রাজা মিয়া (২৮) কে গ্রেফতার করে মেলান্দহ থানা পুলিশ। অপরদিকে মকবুলের ওপর প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলাকারী ও একাধিক মামলার দাগী আসামী ভূমিদস্যু শাহ্ আলমসহ তার অপরাপর সহযোগীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী ও মকবুলের অসহায় পরিবার।